২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। এবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঠিক করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল ) এ ইউনিট-বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদের এ ইউনিটে পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৫৯৯জন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৫৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী ৯ হাজার ১৯৭ জন।
বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, নতুন একাডেমিক ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৪১ টি কক্ষে অনুষ্ঠিত হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে নতুন একাডেমিক ভবনে ২৩৪৯ জন, কলা ভবনে ৫৪৮, বিজ্ঞান ভবনে ৭৫৬, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ২৫৮৩ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ২৯৬১ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
ভর্তি পরীক্ষাকে নজরে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষাকেন্দ্র ও তার আশেপাশে ১৪৪ ধারা কার্যকর করে প্রশাসন। এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের সেবা, সহযোগিতায় মেডিকেল টিম ও নানা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সহযোদিতা করেছে ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতা পেয়েছে বলে জানায়। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটি, সাংস্কৃতিক সংগঠন, ক্রিয়াশীল সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার ব্রিগেট ও স্থানীয় জনগণের সহযোগিতার কথা উল্লেখ করেছেন। সেই সাথে জনসম্মুখে সকল বিষয় তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করেছেন।
রিভা সুলতানা
নজরুল বিশ্ববিদ্যালয়