৫৩ বছর পর অবশেষে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতির নির্দেশে ওই প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের ৪ মে কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমনের তারিখকে কেন্দ্র করে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হলো।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ৫ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর পরিপ্রেক্ষিতে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, কবি নজরুল ইসলামের জাতীয় কবি হিসেবে মর্যাদা দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত সত্য। তবে এটি রাষ্ট্রীয় পর্যায়ে প্রজ্ঞাপন আকারে ঘোষণা করার জন্য জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে।