ঢাকাই চলচ্চিত্রের অকালপ্রয়াত অমর নায়ক সালমান শাহ। তার অভিনীত সিনেমার গানগুলো আজও বেশ উপভোগ্য। তাই এবার নতুন করে আসছে তার অভিনীত দুটি গান। জানা যায়, ‘আনন্দ অশ্রু’ ছবির জনপ্রিয় দুই গান ‘তুমি মোর জীবনের ভাবনা’ ও ‘তুমি আমার এমনই একজন’ নতুন করে তৈরি করা হয়েছে। কথা ও সুর ঠিক রেখে সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।
ভিডিওচিত্র নির্মাণ করেছেন পরিচালক রেজা হাসমত। আর তাতে মডেল হয়েছেন ডি এম মাসুদ।
রেজা হাসমত বলেন, “সালমান শাহের প্রতি ভালোবাসা থেকেই গান দুটি নতুন করে নির্মাণ করেছি। চেষ্টা করেছি সালমানভক্তদের দারুণ কিছু উপহার দিতে।”