ইরানে সাম্প্রতিক হামলার মতোই ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আঘাত হানার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কাটজ বলেন, “তেহরানে আমরা সাপের মাথায় আঘাত করেছি, এবার ইয়েমেনে সাপের শরীরে আঘাত করা হবে। ইয়েমেনের পরিণতিও ইরানের মতো হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে যে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।”
প্রসঙ্গত, ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনব্যাপী সংঘাতের পর গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে তার পরও হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত ৯ দিনে হুতিদের এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা।
তবে এসব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বশেষ হামলা হয় বুধবার, যেটি ধ্বংস করার পরই প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি বার্তা প্রকাশ করেন।