যুক্তরাষ্ট্রের নবীন ক্রিকেটারদের কাছে মাত্র ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এটা ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটের যে কোনো ফরম্যাটে খেলা উদ্বোধনী ম্যাচ। টেস্টখেলায় কোনো দেশের বিপক্ষে এটি ছিলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। তবে, ওপেনিংয়ে নেমে মাত্র ১৪ রান করেন লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকার করেন ২০ রান। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হৃদয়। তবে, ১২ বলে ৬ রান করে আউট হন সাকিব। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। জুটি গড়েন ৬৭ রানের। ৪৭ বলে ৫৮ রান করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবলীল ছিল যুক্তরাষ্ট্রের ক্রিকেটররা। বাংলাদেশের বোলিং আত্মবিশ্বাস ভেঙ্গে দেয় যুক্তরাষ্ট্র। শুরু করেন দুই ওপেনার টেইলর ও প্যাটেল। ১২ রান, ২৭ রানে ভাঙে এই ওপেনিং জুটি।
৭৫ রানে তিন উইকেট হারানোর পর ব্যাটিংয়ে স্বস্তির আভাস দেয় যুক্তরাষ্ট্র।
শেষ দিকে হারমিত সিং আর কোরি অ্যান্ডারসন মিলেই লিখেন জয়ের গল্প। ১৩ বলে ৩৩ রান করেন হারমিত সিং। অন্যদিকে কোরি অ্যান্ডারসন করেন ২৫ বলে ৩৪ রান।