গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানির মামলা দায়ের করেন মনোরোগ বিভাগের এক সহকারী অধ্যাপক।
মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন, ডা. শহীদুল্লাহ সবুজ বিভিন্ন সময় ভুক্তভোগী নারী চিকিৎসককে নিজের কক্ষে ডাকতেন এবং ‘অশ্লীল ও আপত্তিকর’ প্রস্তাব দিতেন। তিনি ভুক্তভোগীকে জড়িয়ে ধরে ছবি তুলে রাখেন এবং ব্ল্যাকমেইল করার হুমকি দিতেন।
গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের অ্যালামনাই কক্ষে ডা. শহীদুল্লাহর সঙ্গে ভুক্তভোগীর দেখা হলে একা পেয়ে জোর করে তাকে জড়িয়ে ধরেন। ভুক্তভোগী বাঁচার চেষ্টা করলে তাকে মারধর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান বলেন, ‘আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।’
অধ্যাপক ডা. শহীদুল্লাহ সবুজ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের মধ্যে ভালো সম্পর্ক। কিন্তু কেন এমন অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে তা বুঝতে পারছি না। আইনীভাবে সব মোকাবিলা করতে চাই।