আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট পুলিশ। গেলো মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশের সহায়তায় বাংলাদেশিকে আটক করেন তারা। আটককৃত ব্যক্তি নাম সাব্বির রহমান। তিনি সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা।
২০২২ সালে অবৈধ পথে আমেরিকায় পাড়ি জমান সাব্বির। দীর্ঘ তিন বছর অবৈধ ভাবে আমেরিকায় বাস করলেও এখনো বৈধ কাগজপত্র করতে পারেননি তিনি। সাব্বিরের অবৈধ ভাবে আমেরিকায় পাড়ি জমানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারী রেজাউল আলম অপু।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের উপর অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তাই আতঙ্কে দিনপার করছেন অবৈধ অভিবাসী সকলেই। যাদের বৈধ কাগজ পত্র নেই তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন।