আলোচিত ইসলামি বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন তাহেরী নিজেই। ভিডিওতে তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনই লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি।
আমি কুমিল্লার ওই মাহফিলে যখন বলছিলাম যে, আমার পর দিন সকালে মাহফিলটি পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনা না যেতে পারি, সে জন্য গাড়িটি ভাঙচুর করেছে।
তিনি আরোও বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না। তারা গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে।
এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও, তবে তাদের ধ্বংস করে দাও।