বিশেষ প্রতিনিধি
আসন্ন বাংলা নববর্ষকে কেন্দ্র করে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “নববর্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের অগ্রাধিকার।”
সম্প্রতি বাটা ও অন্যান্য বিদেশি ব্র্যান্ডের দোকানে হামলা এবং ভাঙচুর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার দায়িত্ব আমার, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, নববর্ষের র্যালির নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ রাখা হবে কি না, সে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে। ১০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এবারের বাংলা নববর্ষে ঢাকা ও অন্যান্য শহরে বর্ণিল মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাঙালিদের পাশাপাশি ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীও উৎসবে অংশ নেবে, যা উৎসবের বহুজাতিক রূপকে আরও বর্ণময় করে তুলবে।