বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট। শেষ মুক্তি পাওয়া একাধিক সিনেমা দিয়ে দর্শক প্রত্যাশা আরও বাড়িয়েছে এই অভিনেত্রী । পাশাপাশি তার অবস্থান ও সম্মানের জায়গাও বেড়েছে কয়েকগুণ। যেখানে যে কাজেই তিনি যাচ্ছেন সবাই যেন এক ভিন্ন চোখে দেখছেন তাকে।
জানা গেছে,যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে ‘স্পাই ইউনিভার্স’। বড় বাজেটের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এতে আলিয়ার পাশাপাশি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্বরী জানিয়েছেন, এই ছবিতে কাজের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করছেন। অন্যদিকে আলিয়াকে এই ছবিতে ভরপুর অ্যাকশন অবতারে পেতে চলেছেন দর্শকরা। নিজেকে সেই জন্য প্রস্তুতও করছেন তিনি। আর সেখানেই বিশেষ নিরাপত্তা পাচ্ছেন এই অভিনেত্রী। এছাড়া সিনেমাটিতে দারুণ কিছু টুইস্টও থাকছে। যা এখনই সবাইকে জানাতে চান না আলিয়া। সম্প্রতি এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন তিনি।