নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। তবে সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের বক্তব্য দিচ্ছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস আরও বলেন, দলের সদস্য নবায়ন কার্যক্রমে সতর্কতা ও সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। যারা ফ্যাসিবাদ কিংবা অন্য কোনো অপকর্মে জড়িত, তাদের সদস্য করা যাবে না। দলের মধ্যে স্বার্থপর ও সুবিধাবাদী কিছু ব্যক্তি রয়েছেন। দলের জন্য হাজার হাজার কর্মী প্রয়োজন নয়, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই যথেষ্ট।
তিনি অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলগুলোর ঋণখেলাপি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ বিএনপির উপর সব দোষ চাপানো হচ্ছে। এসব দল নিজেদের ভুল ঢাকা দিতে বিএনপির নাম ব্যবহার করছে। তিনি বলেন, এখন থেকে এ ধরনের অভিযোগের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না।
দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারের সহায়তায় আহ্বান জানান মির্জা আব্বাস।
রমজান মাসের আগে বাজারদরের উর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, রোজা আসার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়ছে, তবে সরকারের পরিবর্তন হলেও সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয়নি।
এছাড়া, তিনি গত সরকারের সময়কার সিন্ডিকেটে থাকা ব্যক্তিদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি প্রশ্রয় দিয়ে আসছে, আর ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের সরকার ধরছে না, শুধু একটি দলের সঙ্গে সখ্যতার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।