কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন সদর মডেল থানার এসআই জাকির হোসেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আকস্মিক মিছিল বের করে। এ সময় তারা যানবাহনে হামলা চালিয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়। শ্রমিক লীগ নেতা মিজান ওরফে বার্মায়া মিজানের নেতৃত্বে শহরে ত্রাস সৃষ্টি করা হয়।
এ ঘটনায় দ্রুত বিচার আইনে কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এরপর ওসি ইলিয়াস খানের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ এবং ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ওসি ইলিয়াস খান জানিয়েছেন, তদন্তের স্বার্থে আপাতত গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।