ন্যাটো সদস্যদের চাঁদা বাড়ানোর আহ্বান ট্রাম্পের
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের বার্ষিক চাঁদার হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সদস্য দেশগুলোর উচিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ ন্যাটোর পেছনে ব্যয় করা। বর্তমানে এ হার দুই শতাংশ বলে জানান ট্রাম্প। তার এ মন্তব্যের খবর প্রকাশ করেছে ইউএসএ টুডে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ন্যাটোভুক্ত দেশগুলো চাঁদা দিতে সক্ষম। তাদের উচিত দুই শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ দেওয়া।”
২০২৩ সালে ন্যাটোর ৩২টি সদস্য দেশ তাদের জিডিপির দুই শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ট্রাম্প চাঁদা বৃদ্ধির পরামর্শ দেন।
ট্রাম্প আরও দাবি করেন, “আমি যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় প্রেসিডেন্ট হতাম, তাহলে কখনোই যুদ্ধ শুরু হতো না।”
এর আগে, ফেব্রুয়ারির এক প্রচারণায় তিনি জানিয়েছিলেন, ন্যাটোর একজন নেতাকে তিনি সতর্ক করেছিলেন যে, যদি কোনো দেশ তাদের চাঁদা না দেয়, তবে তিনি রাশিয়াকে যা খুশি করতে উৎসাহিত করবেন। এই মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছিল।
মঙ্গলবার ট্রাম্প ফের ওই ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “একজন প্রধানমন্ত্রী বিল পরিশোধ করছিলেন না। আমি তখন বলেছিলাম, আমরা তোমাদের রক্ষা করব না।”
তিনি আরও যোগ করেন, “আমি বলেছিলাম, হ্যাঁ, আমরা রক্ষা করব। কিন্তু চাঁদা না দিয়ে এমন আচরণ দীর্ঘদিন চলতে পারে না।”
আরএস