আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। তারা অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান।
একইসঙ্গে, উপস্থিত যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করার দাবি জানান। এর উত্তরে যুগ্মসচিব বিষয়গুলো নিয়ে কাজ করা হবে, এমন আশ্বাস দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান বলেন, তিতুমীরকে কিভাবে স্বতন্ত্র কাঠামোর দিকে এগিয়ে নেয়া যায়, সে লক্ষ্যে শিক্ষার্থীদের ৭ দফা দাবি খুব শীঘ্রই মেনে নিবে শিক্ষা মন্ত্রণালয় এবং ৭ দিনের মধ্যেই দৃশ্যমান পদক্ষেপ নেয়া হবে।
শিক্ষার্থীদের ৭দফা দাবির প্রেক্ষিতে তিতুমীরে ভর্তির জন্য আলাদা ভর্তি কাঠামো স্থাপন, পিএইচডিধারী শিক্ষকসহ ১৫ জন নতুন শিক্ষক নিয়োগ, আবাসন সংকটের জন্য রাজউক ও টিএনটির ভূমি অধিগ্রহণ কার্যক্রম, নতুন আধুনিক বাস চালুকরণ, জার্নালিজম ও আইন বিভাগ ঢাবি ও ইউজিসির সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণসহ শিক্ষা মন্ত্রণালয়, ছাত্র প্রতিনিধি ও অধ্যক্ষের সমন্বয়ে শিক্ষার মান যাচাই পর্যবেক্ষণ কমিটি করার আশ্বাস দেন যুগ্মসচিব।