চলমান পরিস্থিতিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও প্রধানরা সরে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক কামরুজ্জামান, লাইব্রেরি পরিচালক অধ্যাপক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিজন মোহন চাকী, বহিরাঙ্গন বিভাগের পরিচালক অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক বহিরাঙ্গনের পরিচালক এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, “সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ে ঘটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুন্দর ও নিয়মতান্ত্রিক হোক। বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সকল কার্যক্রম দ্রুত শুরু হোক, এমনটাই চাই আমরা।”
পরে বিষয়টি নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. মজিব উদ্দীন আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।