পাঁচ মাস পর ভারতে গেল মিতালী এক্সপ্রেস
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেনগুলোর চলাচল যাত্রী নিরাপত্তার অজুহাতে বন্ধ হয়ে যায় শেখ হাসিনা সরকারের পতনের পর। দীর্ঘ পাঁচ মাস পর, মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেল, তবে কোনো যাত্রী ছাড়াই।
বুধবার (১১ ডিসেম্বর), ট্রেনটি খালি বগি এবং ধুলোয় আচ্ছাদিত অবস্থায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে।
ট্রেনটি এতদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ার্ডে পড়ে ছিল, যেখানে এটি খোলা আকাশের নিচে জীর্ণ অবস্থায় রাখা হয়। গত ৫ আগস্ট শেষবার ভারত থেকে যাত্রী নিয়ে এলে, ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্থগিতের ঘোষণা দেয়। সোমবার দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর, মিতালী এক্সপ্রেস ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনের মাধ্যমে ট্রেনের খালি বগিগুলো সীমান্ত পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে ভারতীয় রেলওয়ে ইঞ্জিন ট্রেনটি হলদিবাড়ি মেনটেনেন্স শেডে নিয়ে যায়। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আরো খবর পড়ুন ।
আরএস