রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় ওসি শাহ আলমকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে আদালতে নেওয়ার প্রস্তুতির সময় তিনি কৌশলে পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।
থানা সূত্র জানায়, গ্রেফতারের পর শাহ আলমকে হাজতখানার পরিবর্তে থানার একটি কক্ষে রাখা হয়েছিল। সেখান থেকেই বৃহস্পতিবার তিনি পালিয়ে যান।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ জানান, পালিয়ে যাওয়া শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সব ইউনিট একসঙ্গে কাজ করছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে। দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। বুধবার তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দের আগে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় আসামি ছিলেন শাহ আলম। তিনি গত বছরের ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।
আরএ//বিএন