নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন এর ব্যাপারে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
নাম পরিবর্তনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন নামকরণ করা হচ্ছে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’।
এছাড়াও, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে তিনি কথা বলেছেন। দেশের ল এন্ড অর্ডার পরিস্থিতির অস্থিতিশীল অবস্থার কারনে দেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে আছে বলেও জানিয়েছেন।