ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১২ জুলাই) হেলথ পলিসি ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস সংস্থার এক অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমেইলে উল্লেখ করা হয়, পুতুলের অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম সিয়ারো ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া, নিজে ১৫ জুলাই নয়াদিল্লি অবস্থিত আঞ্চলিক দপ্তরে পৌঁছাবেন বলেও জানান তিনি।
২০২৩ সালের ১ নভেম্বর পাঁচ বছরের জন্য সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। মেয়াদ শুরুর মাত্র কয়েক মাসের মাথায় তাকে ছুটিতে পাঠানো হলো।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়েরের সূত্র ধরে নয়াদিল্লিতে ডব্লিউএইচওয়ের আঞ্চলিক কার্যালয়ে কর্মরত থাকাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হয়।