ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নানা ধরনের চরিত্রে অভিনয় করেন তিনি। বিশেষ করে নারীকেন্দ্রিক গল্পে সব সময় আলাদা করে দেখা মেলে এই অভিনেত্রীর। এবারও তিনি অভিনয় করলেন নারীকেন্দ্রিক গল্পে। তাকে দেখা যাবে একজন ‘নরসুন্দর’ চরিত্রে।
চরিত্রের সঙ্গে মিল রেখে নাটকটির নামকরণ হয়েছে ‘নর-সুন্দরী’ নামে। যাকে সহজ বাংলায় বলা যায় ‘নারী নাপিত’ চরিত্রে অভিনয় করলেন এই অভিনেত্রী। পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, ‘আমরা খুব যত্ন নিয়ে কাজটা করছি। গল্প ও চরিত্র দুটোই বেশ আলাদা। এমন গল্প নিয়ে কাজ করা আনন্দের।’
এদিকে গল্প প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘রাজনৈতিক গণ্ডগোলে এক নরসুন্দর মৃত্যুবরণ করে। বাবার পেশাকেই বেছে নেয় তার তরুণী মেয়ে। কিন্তু সে বেছে নিলেও গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। তাকে গ্রামছাড়া করা হয়। শহরে এসেও পড়ে নানা বিপত্তিতে।