বলিউডের আইটেম গানের অভিনেত্রী সানি লিওন এবার হতে যাচ্ছেন পুলিশ। ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যম থেকে জানা যায়, পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইয়ের।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী ওই নির্দিষ্ট প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসেনি। পুলিশ সূত্রে জানা যায়, প্রবেশপত্রটি ভুয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সানি লিওনের ছবি আপলোড করা হয়েছিল। গত শনিবার থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা।