পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমান গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় জানান:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ঢাকা থেকে গত রাতে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রেপ্তার করে। নিউমার্কেট থানায় দায়েরকৃত এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মশিউর রহমান দীর্ঘ দিন ডিএমপির ডিবিতে কর্মরত ছিলেন। লালবাগ বিভাগের উপকমিশনারের দায়িত্বও পালন করেন তিনি। হাসিনা সরকারের শাসনামলের শেষ পর্যায়ে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।
আরএস