পুলিশের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
পুলিশের উপর বর্বর হামলার প্রতিবাদ ও গণজাগরণ মঞ্চের ধারকবাহক লাকি আক্তারসহ তার দোসরদের গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১মার্চ) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে আবাসিক হলগুলো ঘুরে পুনরায় জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হোন।
এসময় তারা ‘শাহবাগীরা হামলা করে, ইন্টারিম কি করে’ ‘উদ্যানের নেশাখোর, উদ্যানে ফিরে যা’, ‘জুলাইয়ের বাংলায়, শাহবাগীদের ঠাই নাই’, ‘ল তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা’, ‘শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও;গুড়িয়ে দাও’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিলে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, বিপ্লবের পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে শাহবাগ কায়েম করার চেষ্টা করছে। ২০১৩ সালে তারা যে বিচারবহির্ভূতভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য ফাসির মঞ্চ কায়েম করেছিলো ঠিক সেভাবেই ধর্ষণের দায় ইউনুস সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছাত্রজনতা যতদিন রাজপথে আছে এই আওয়ামী লীগ ও শাহবাগীদের উদ্দেশ্য পূরণ হতে দিবেনা।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের পরতে পরতে, রন্দ্রে রন্দ্রে যেসকল আওয়ামী লীগ ও শাহবাগীদের পেতাত্মা ঝাপটি মেরে লুকিয়ে আছে তাদের গ্রেফতার করতে হবে৷ তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশকে শাহবাগী মুক্ত করুন৷
এসময় আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তায়েব বলেন, যারা কিনা বিচারবহির্ভূত হত্যাকান্ডকে বৈধতা দিয়েছিলো, যারা কিনা হাসিনাকে এই ভূখণ্ডে বৈধতা দিয়েছিলো তারা আবারও জাগ্রত হয়ে গেছে৷ তারা মনে করেছে ২৪ এর বিপ্লব বোধহয় শেষ কিন্তু তাদের বলতে চাই আমরা এখনো জেগে আছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা এখনো রাজপথে আছি আপনি ব্যবস্থা গ্রহণ করুন৷ যারা কিনা মুক্তিযুদ্ধকে পুজি করে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো আমরা তাদেরকে এই বাংলার জমিনে তাদের নতুন করে উত্থান হতে দিবোনা।