এবারের ঈদ উৎসবে দেশীয় ফ্যাশন হাউজগুলোর পোশাকে প্রাধান্য পেয়েছে বৈশাখী উৎসবও। ঈদের পাশাপাশি বৈশাখী কে মাথায় রেখে কাপড় ও ডিজাইনে রাখা হয়েছে উজ্জ্বল রঙ। ফ্যাশন হাউজগুলোর বিভিন্ন আউটলেটে পসরা বসেছে বাহারি ডিজাইন ও রঙের সুতির পোশাকের। গরমের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয়েছে সূতির কাপড়কে আর রাতের পোশাকে সিল্প, হাফসিল্ক কাপড়কে। ছেলেদের পোশাকে ব্যবহৃত হয়েছে জ্যামিতিক মোটিফ আর মেয়েদের পোশাকে ফ্লোরাল মোটিফ।
ক্রেতাদের সাধ ও সাধ্যের মেলবন্ধনেই রাখা হচ্ছে পোশাকের দাম। ঈদকে ঘিরে দিন ও রাতের কথা ভেবে দুই ধরনের পোশাক করেছে দেশীয় ফ্যাশন হাউজগুলো। গরমের কারনে দিনে অপেক্ষাকৃত আরামদায়ক পোশাক এবং রাতে পার্টির কথা মাথায় রেখে এক্সক্লুসিভ পোশাক রেখেছে ফ্যাশন হাউজগুলো।
ফ্যাশন ব্র্যান্ড কে-ক্রাফটে দিনের পোশাকের দাম রাখা হচ্ছে তিন থেকে ছয় হাজার টাকার মাঝে। রাতের পোশাকের দাম পাঁচ থেকে ১০ হাজার।
দেশীয় আরেক প্রতিষ্ঠান অঞ্জনস এ বৈশাখ ও ঈদের কথা ভেবে পাঞ্জাবি ও থ্রি পিসের দিনের পোশাকের দাম রাখা হচ্ছে ১৪০০ থেকে ছয় হাজার টাকার মাঝে। অঞ্জন’স এর স্বত্বাধিকারী শাহীন আহমেদ বলেন, মূল্য সহনশীল রাখতে আমাদের অনেক ধরনের কাজ করতে হয়। ডিজাইনকে ভিন্ন আকার দিতে হয়। কিংবা ভ্যালু এডিশনের ক্ষেত্রে অনেকগুলো চিন্তা করতে হয়।
উজ্জ্বল রঙ এর পোশাকে রঙ্গিন হয়ে উঠুক এবারের ঈদ ও বৈশাখের আনন্দ, এমনটাই প্রত্যাশা সবার।