ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নজর কাড়ছেন তৃতীয় লিঙ্গের বর্ষা মীর। ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। পাচ্ছেন ব্যাপক সমর্থনও।
নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্ষা মীর বলেন, একজন চেয়ারম্যানের কাছে জনগত যতটুকু হকদার, সে হক যাতে জনগণ পায়, সে চেষ্টা নিয়েই প্রতিদ্বন্দিতা করছি।
তবে বর্ষার অভিযোগ, তার এই ছুটে চলাকে ইতিবাচকভাবে দেখছেন না কেউ কেউ। প্রচারে নামার পর থেকে প্রতিপক্ষের বাধার মুখে পড়ছেন। অবশ্য তাকে স্বাগত জানিয়েছেন এলাকার অনেক ভোটার।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোনো প্রার্থীর প্রচারে কেউ বাধা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে বদ্ধপরিকর।
এবার ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চারজন , চেয়ারম্যান পদে লড়ছেন চারজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ছয়জন প্রার্থী। আর ভোটার সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৯৩৪জন।