বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন ডা. বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জয় করেছেন বিশ্বের অন্যতম বিপজ্জনক ও দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার)।
সোমবার (৭ এপ্রিল) সকালে এই অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে হিমালয়ের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান বাবর। তাঁর সঙ্গে অভিযানে ছিলেন অভিজ্ঞ গাইড ফূর্বা অংগেল শেরপা।
বাবরের অভিযানের সাফল্যের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিযান ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারসের কর্ণধার মোহন লামসাল।
ফরহান জামান বলেন, “অন্নপূর্ণা-১ জয় করে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণে একটি গৌরবময় অধ্যায় যুক্ত করেছেন। তার এই অর্জন ভবিষ্যতের অভিযাত্রীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।”
পেশায় চিকিৎসক, বাবর আলী চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এর আগে, তিনি ২০২৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার) ও লোৎসে (৮,৫১৬ মিটার) জয় করেন।
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতগুলোর মধ্যে অন্যতম অন্নপূর্ণা-১ জয় করতে বাবর আলী ২৪ মার্চ ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেন। ২৮ মার্চ তিনি অন্নপূর্ণা বেসক্যাম্পে পৌঁছান এবং অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্প ১ ও ক্যাম্প ২-এ রাত কাটিয়ে উচ্চতায় অভিযোজন সম্পন্ন করেন। এরপর ২ এপ্রিল তিনি বেসক্যাম্পে ফিরে এসে চূড়ান্ত আরোহণের প্রস্তুতি নেন।
এই সাফল্য কেবল ব্যক্তিগত নয়—এটি বাংলাদেশের পর্বতারোহণ অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা আগামী দিনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।