পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আদিয়ালা কারাগারে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনের সময় ইমরান খান বলেন,
‘পাকিস্তানের প্রধান বিচারপতি যেভাবে আচরণ করছেন, বিশ্বের কোনো প্রধান বিচারপতি এমন আচরণ করেননি। আমার কাছে মনে হয় না তিনি মানসিকভাবে সুস্থ।’