ছোটপর্দার তারকা অভিনেতা এফএস নাঈম। তবে বেশ কিছুদিন ধরে খুব বেছে কাজ করছেন এ অভিনেতা। প্রাধান্য দিচ্ছেন ওটিটি’র কাজকে। দুই বছর আগে করোনা মহামারিতে ভীষণ স্বাস্থ্য সচেতন হয়েছিলেন এ অভিনেতা। ওজন কমিয়ে একেবারে ফিট বডি বানিয়েছিলেন তিনি। কিন্তু নতুন এক চরিত্রের জন্য ফের অজন বাড়ালেন নাঈম।
শনিবার (১১ মে) সন্ধ্যায় মুক্তি পায় সালজার রহমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ কালপুরুষ-এর টিজার! আর এই টিজারটি প্রকাশের পর সবখানে প্রশংসায় ভাসছেন ছোটপর্দার তারকা অভিনেতা এফএস নাঈম। কারণ প্রায় ১মিনিটের সেই টিজারে সবচেয়ে বেশি চোখে পড়েছে এই অভিনেতা। জানা গেছে, এই সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।
অভিনয়ের জন্য এতো ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশন এই জার্নি কেমন ছিলো তা জানিয়ে নাঈম বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল।