প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তারা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাজেদা আক্তার সাথী ও আলমগীর হোসেন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. নেছার উদ্দিন এবং লোকপ্রশাসন বিভাগের আনোয়ার হোসেন।
সোমবার (৪ মার্চ) বাংলাদেশ স্কাউট এর উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ থেকে ১৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে উপরোক্ত চারজন সহ মোট দশ জন রোভারকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হলো।
এই অর্জন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জনের সাথে জড়িত আমাদের গ্রুপের সম্মানিত সভাপতি উপাচার্য মহোদয়, ট্রেজারার, রোভার স্কাউট লিডার বৃন্দসহ সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের রোভাররা এই ধরনের সাফল্য অর্জনের ধারা অব্যাহত রাখবে এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও সারা দেশে আরও ছয়জন এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কাজী মাসুদ আল হাসান, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রশান্ত চৌহান, সেবাব্রতী মুক্ত রোভার স্কাউট গ্রুপের তৌফিকুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের মো. রবিউল ইসলাম, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের মোরাদ হাসান এবং কুড়িগ্রাম মুক্ত রোভার স্কাউট গ্রুপের মো. হাসিবুর রহমান সুজন।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়