বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান রহমান খান। তিনি একাধারে গায়ক, সুরকার, অভিনেতা ও মডেল। দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি ফারিণ ও তাহসানের ‘ইত্যাদি’র জন্য গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে।
তাই এই জুটিকে বেশ পছন্দ করছেন নেটিজেনরা। তাহসানও ফারিণের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাহসান বলেন, “আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব। তবে এখনই না। যখন আমাদের মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে, ঠিক তখনই আমরা কাজ করব।”
উল্লেখ্য, বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়েও ‘ইত্যাদি’তে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আছে এক নম্বরে।