প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিক সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী স্টিভেনি রাবুকার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেছেন। তারা অভিযোগ করেছেন, তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মপরিবেশ ও চুক্তির নানা শর্ত লঙ্ঘন করছে।
ফিজি সরকারের পক্ষ থেকে ১ মে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, রাজধানী সুভার একটি সুপারমার্কেটে কর্মরত এসব বাংলাদেশি শ্রমিক প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তার সঙ্গে দেখা করেন। সেখানে তারা তাদের আবাসনের অনুপযুক্ত অবস্থা, পর্যাপ্ত খাদ্যের অভাব এবং নিয়োগচুক্তি লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন।
প্রধানমন্ত্রী রাবুকা শ্রমিকদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন এবং বিষয়টি তদন্তে অভিবাসন বিভাগকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘কোনো কর্মীরই এমন পরিবেশে থাকা উচিত নয়, যা তাদের আত্মসম্মানে আঘাত করে।’
তিনি আরও মন্তব্য করেন, ‘আইনের অনুসরণ করা এক বিষয়, কিন্তু শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দেশের অনেক নাগরিকও বিদেশে কাজ করছেন, তাই ফিজিতে কাজ করা বিদেশি কর্মীদের প্রতিও ন্যায্য আচরণ নিশ্চিত করা উচিত।’
পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছেন, কিন্তু নানাবিধ সমস্যার কারণে তারা নিজেদের কাজের পরিবেশ উপভোগ করতে পারছেন না। প্রধানমন্ত্রী নিয়োগদাতাকে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নত করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।