ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে পশ্চিম তীরের কয়েকটি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এই এলাকাগুলোর বেশিরভাগ স্থানেই ইসরাইলি বসতি স্থাপনকারীরা সাম্প্রতিক মাসগুলোতে হামলা চালিয়ে আসছে। ১৯ এপ্রিল শনিবার, ফিলিস্তিনের বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুয়ায়েদ শাবান এ ঘটনার ব্যাপারে একে ‘বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করেছেন।
ইসরাইলের পক্ষ থেকে রামাল্লাহর পূর্বে বুরকা ও দেইর দিবওয়ান, এবং নাবলুসের দক্ষিণে দুমা ও কুসরা গ্রামে প্রধানমন্ত্রী মুস্তাফার সফরের সমন্বয় করতে অস্বীকৃতি জানানো হয়েছে। এসব এলাকাগুলোতে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা অত্যন্ত তীব্র হয়েছে, যা ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতির কারণে আরও বৃদ্ধি পেয়েছে।
ফিলিস্তিনের কর্মকর্তাদের চলাচলের জন্য ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি রয়েছে, যা অনুযায়ী প্রতিরক্ষামূলক নিরাপত্তা বাহিনীসহ তাদের সফরের জন্য সমন্বয় প্রয়োজন। তবে এবার ইসরাইলি কর্তৃপক্ষ এই সমন্বয় প্রত্যাখ্যান করেছে।
এছাড়া, অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালানোর পরই এই সফরের অনুমতি প্রত্যাখ্যান করা হয়। ২০২৪ সালের শেষে, অধিকৃত পশ্চিম তীরে ৭ লাখ ৭০ হাজার অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছেন। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে উত্তেজনা অনেক বেড়েছে, যেখানে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯৫২ ফিলিস্তিনি নিহত ও ৭ হাজারের বেশি আহত হয়েছেন।