ছয় বছর আগে আমেরিকান সংগীতশিল্পী সেলিনা গোমেজের সঙ্গে দীর্ঘ ৮ বছরের বিচ্ছেদের পর মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন জনপ্রিয় কানাডীনায় গায়ক জাস্টিন বিবার। তবে এবার ফের নিজের স্ত্রী হেইলি বিবারকে বিয়ে করেছেন এই গায়ক।
জানা যায়, দীর্ঘ ৬ বছর পর পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন বিবার। তাই বাবা হওয়ার খুশিতে আবারও হেইলিকে বিয়ে করেন তিনি।
বেশ কিছু দিন ধরেই হলিউডে গুঞ্জন চলছিল জাস্টিন বিবার বাবা হতে যাচ্ছেন। কিন্তু এ বিষয়ে বিবার দম্পতি অফিশিয়ালি কোনো মন্তব্য না করায় ভক্তদের জল্পনা-কল্পনা আরও বাড়তে শুরু করে তাদের নিয়ে। অবশেষে হেইলির মা হওয়ার খবরকে সিলমোহর দেন বিবার। তিনি জানান, খুব শিগগিরই তাদের সংসারে আসছে নতুন অতিথি।