ফ্ল্যাটকাণ্ডে বাড়ছে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের চাপ
লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যে উপহার পাওয়া একটি ফ্ল্যাটকাণ্ড নিয়ে মিথ্যাচারের অভিযোগে ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক চাপের মুখে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ সিদ্দিককে ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি উপহার হিসেবে পেয়েছেন কিনা জানতে চাওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ফ্ল্যাটটির মালিক ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ডেভেলপার।
তবে টিউলিপ দাবি করেন, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনে দিয়েছেন। তিনি এই অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছেন। তবে লেবার পার্টির সূত্র বলছে, ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপারের উপহার। ডেইলি মেইলে আবুল তাহের ও ডেভিড বার্গম্যানের প্রতিবেদন অনুযায়ী, এটি ডেভেলপারের কৃতজ্ঞতার নিদর্শন।
৪২ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে একটি পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। টোরি এমপিরা তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, মিথ্যা বললে তার মন্ত্রী পদে থাকা অনুচিত।
ভূমি রেজিস্ট্রি তথ্য বলছে, টিউলিপ ২০০৪ সালে ফ্ল্যাটটি উপহার হিসেবে পেয়েছিলেন। ফ্ল্যাটের কোনো দাম উল্লেখ ছিল না এবং এটি বন্ধক ছাড়া ছিল। সেই সময় তিনি মাস্টার্স করছিলেন এবং কোনো আয় ছিল না।
তিনি ২০১৩ সাল থেকে ফ্ল্যাটটি ভাড়া দিচ্ছেন এবং আয় পার্লামেন্টে রেকর্ড করেছেন। তবে ১৪ মাসের আয় রেকর্ড না করায় তিনি তদন্তের মুখে পড়েন।টিউলিপ মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠজন জানিয়েছেন, তিনি মালিকানা নিয়ে বিভ্রান্তি দূর হওয়ার পরপরই বিষয়টি সংশোধন করেছেন।
আরএস