মহান ভাষা আন্দোলন ও অমর একুশে প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমি ১লা ফেব্রুয়ারি শুরু করতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫।
এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’।
বইমেলাতে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান ১০৮৪টি ইউনিটে অংশগ্রহণ করবে। গত বছর প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৪২ এবং ইউনিট ছিল ১৯৪৬টি। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন সংবাদ সম্মেলনে মেলার আয়োজনের বিস্তারিত জানান।
মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশুদের জন্য বিশেষ কার্যক্রম এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও আয়োজন করা হবে। বিশেষভাবে, এবারের মেলায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হবে এবং পলিথিনমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। মেলার সময়সূচি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে, ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বইমেলায় বাংলা একাডেমি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পুরস্কারও দেওয়া হবে, যার মধ্যে থাকবে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার এবং রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।