বগুড়া বিমানবন্দর থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা
বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার তিনি বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীবাহী বিমান চালানোর জন্য বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রয়োজন। বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য ৪ হাজার ৭০০ ফুট, যা যাত্রীবাহী ছোট আকারের বিমান চলাচলের জন্যও যথেষ্ট নয়। এটি কমপক্ষে ৬ হাজার ফুট পর্যন্ত বাড়াতে হবে। এ বিষয়ে দ্রুত একটি প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হবে। বিমানবন্দরটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।
হাসান মাহমুদ খান আরও জানান, বগুড়ায় বিমানবন্দর চালুর জন্য আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও তা উপেক্ষিত ছিল। প্রাথমিক বাজেট পেলে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ হলে এটি স্বল্প পরিসরে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। রানওয়ে সম্প্রসারণ ছাড়াও বিদ্যমান রানওয়ের সংস্কার জরুরি। এটি দেশের নবম বিমানবন্দর হিসেবে পরিচালিত হবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ, পুলিশ সুপার জেদান আল মুছাসহ বিমান বাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে বগুড়া বিমানবন্দরকে প্রশিক্ষণ বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে।