আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই বগুড়া গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে জাল ভোটের অভিযোগ উঠেছে।
পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায়।
জোরপূর্বক ব্যালটে সিল মারার তথ্য স্বীকার করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান ও আব্দুল মোত্তালিব বলেন, ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেন। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তারা।