দেশের উত্তরের জেলা বগুড়ায় হয়ে গেলো ব্যতিক্রমী র্যাম্প শো। কোনো নারী বা পুরুষ মডেল নয়, এ শোতে র্যাম্পে হেঁটেছে বিশালাকার স্বাস্থ্যবান সব গরু। এ জন্য সাজানোও হয়েছে গরুগুলোকে। ছোট-বড় বিভিন্ন জাতের গরু নিয়ে অনুষ্ঠিত হয়েছে গরুর জমকালো ‘র্যাম্প শো’।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলায় টিএমএসএস বিনোদন পার্কে ‘উত্তরবঙ্গ গরু মেলায়’ এ র্যাম্প শোর আয়োজন করা হয়।
বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ব্যতিক্রমী দুদিনব্যাপী এই গরু মেলার আয়োজন করে। মেলা উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জাতের গরু, ছাগল নিয়ে আসতে থাকেন খামারিরা।
এতে বিভিন্ন প্রজাতির বিশাল আকারের শতাধিক গরু প্রদর্শন করা হয়। সেখানে মালিকরা গরুর মূল্য, জাত ও বয়স বলেন। উপস্থিত ক্রেতারা দরদাম করেন। সকাল থেকে খামারিরা ২১৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বা, ব্রাহমা মুরগি, ম্যাকাও পাখি প্রদর্শন করেন। প্রতিটি স্টলে তিনটি করে ব্রাহামা, আরসিসি, নর্থবেঙ্গল গ্রে, শাহীওয়াল, ফ্রিজিয়ান, রাজস্থানী জাতের ষাঁড় ও গাভি রাখা হয়। প্রাণীগুলো দেখতে বিপুল সংখ্যক দর্শক ভিড় করেন।