কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে বুসিরা নদীতে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ফেরিটির যাত্রীরা বড়দিন উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে। ফেরিডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এ পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইনজেন্দে শহরের মেয়র জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরিটি আরও কয়েকটি জাহাজের বহরের অংশ হিসেবে যাত্রা করেছিল। অধিকাংশ যাত্রী ছিলেন ব্যবসায়ী, যারা বড়দিন উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরছিলেন।
ইনজেন্দের এক বাসিন্দা, এনডোলো কাদ্দি, জানিয়েছেন যে ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, এবং উদ্ধার অভিযান সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে একই অঞ্চলে মাত্র কয়েক দিন আগেই আরেকটি নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এ ধরনের নৌকাডুবি কঙ্গোতে নতুন নয়। অতিরিক্ত যাত্রী বোঝাই ও নিরাপত্তা ব্যবস্থার অভাবকে বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরে কিভু হ্রদে নৌকাডুবিতে ৭৮ জনের মৃত্যু হয়। আর জুন মাসে কোয়া নদীতে ডুবে মারা যান আরও ৮০ জন।
বিএন