বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দেশের ৯টি জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহতা দেখে তার হৃদয় ভারাক্রান্ত হয়েছে। অসহায় মানুষদের দুর্দশা দেখে তিনি নিজে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বুধবার (২১ আগস্ট) রাতে পরীমণি তাঁর ফেসবুক পেজে পানির নিচে বসে থাকা একটি শিশুর ছবি শেয়ার করে লিখেন, “আল্লাহ! আমি কী করব? বুকের ভেতরে সবকিছু ভেঙে যাচ্ছে। এই শিশুটির চোখের দিকে তাকিয়ে আমি কীভাবে ঘুমাতে পারব?”
এরপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তিনি লেখেন, “আল্লাহ, তুমি সহায় হও। এখন আর কেউ নেই। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করা যায়, করবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দেওয়ায় ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। এর ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
এমএ//