বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সিজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ বনাম রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সভাপতি মোহাম্মদ সাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ, প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: লোকমান হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুষ্মিতা রায়, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফেরদোসী জামান তনু, জেলা ক্রিড়া কর্মকর্তা মো: সাইদুল ইসলাম (শুভ), বিসিবি আম্পায়ার ও জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আজিম হালিম, বরিশাল জেলা ক্রিকেট দলের কোচ মাহমুদুল হায়দার, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের কোচ মো: তারিকুল ইসলাম, রাজ গ্রুপের ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান, বিএম গ্যাসের রিজিয়ন প্রধান সাইদুল ইসলাম ও বরিশাল মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: সাহেদুল ইসলাম সাহেদ সহ অন্যান্যরা।
ফাইনাল খেলায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২৯ রানে বিজয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মো: রায়হান উদ্দিন, সেরা বোলার ও সেরা খেলোয়াড় হিসেবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর আনজুম সিহাব নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার।