গতকাল মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রকাশ করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই প্রভোস্ট দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ড. ইসরাত জাহান বলেন, প্রত্যেকটা দায়িত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। শেখ হাসিনা হলের ছাত্রীদের জন্য আবাসন ব্যবস্থার মান রক্ষা ও পুষ্টিকর খাবার পরিবেশনের মাধ্যমে যথাযথ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হলটির সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করবো। এ দায়িত্ব দেওয়ায় ববি উপাচার্যের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি