“কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য, নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
সোমবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান। উদ্বোধন শেষে একটি আনন্দ র্যালি বের হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে সমিতির এক দশক পূর্তি উদযাপন করা হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বাংলা মাসের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান। সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছা: জান্নাতী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
মূল বক্তব্য উপস্থাপন করেন সিন্ডিকেট সদস্য ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখার ম্যানেজার মো. আনোয়ার হোসাইন ফুয়াদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন, মহৎ ও সত্যনিষ্ঠ পেশা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, তারা ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে।”
মূল আলোচক ডা. মাহবুবুর রহমান বলেন, “তথ্য কখনো গোপন থাকে না। সত্য প্রকাশ পেতেই হয়। যারা সত্য আড়াল করতে চায়, তাদের মূল্য দিতে হয়।” তিনি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ খোলার দাবি জানিয়ে বলেন, “শুধু অবকাঠামো গড়ে শিক্ষার মান বাড়ে না। সাংবাদিকতা বিভাগ চালু হলে প্রকৃত সাংবাদিক তৈরি হবে, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হবে।”
আলোচনা সভা শেষে বিকেলে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিপূর্ণতা পায়।