ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে ‘বাংলাদেশ পরিস্থিতি’ নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে।
অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে যাচ্ছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী:
‘বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সেখানে চরম ও কট্টরপন্থি গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়াও চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানের সামরিক সহায়তা অন্যতম আলোচ্য বিষয় এই মুহূর্তে।’
সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের ‘অপ্রত্যাশিত’ যেকোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ভারতের নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার উপস্থিত থাকেন। ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএন/আরএস