নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে গঠিত এই স্কোয়াড নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে প্রথম ম্যাচেই।
সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে যায় তারা। মাত্র ৩৪.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। তাদের পাঁচজন ব্যাটার কোনো রানই করতে পারেননি।
বাংলাদেশের পেস আক্রমণে শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন শুরুতেই কিউইদের ব্যাটিং অর্ডারে ধস নামান। তারা মিলে ৪৮ রানের মধ্যেই তুলে নেন ৫টি উইকেট। শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের মধ্যে ছিলেন ডেলে ফিলিপস, ম্যাথু বয়েল, মোহাম্মদ আব্বাস এবং নিক কেলি।
এক পর্যায়ে কিউইদের রান যখন মাত্র ৬২, তখন তারা হারায় ৮টি উইকেট। এই কঠিন পরিস্থিতিতেও কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার রেইস মারিউ ও ডিন ফক্সক্রফট। মারিউ করেন ৫০ বলে ৪২ রান, কিন্তু তাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর ইসলাম। একই ওভারে পরপর দুই বলে মাইকেল হে ও ক্রিস্টিয়ান ক্লার্ককে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তানভীর।
পরবর্তীতে ফক্সক্রফট শেষ ব্যাটার হিসেবে ৭২ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৪ ছক্কা। তার সঙ্গে ১০ বলে ৪ রান করা বেন লিস্টার মিলে শেষ উইকেট জুটিতে যোগ করেন ৬২ রান।
বোলিংয়ে তানভীর ও খালেদ নেন ৩টি করে উইকেট, আর শরিফুল ও এবাদত ভাগ করে নেন ৪টি উইকেট।