দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্র মাসুদ রানা। এবার সবাইকে অবাক করে দিয়ে মাসুদ রানা হয়ে পর্দায় আসছেন অনন্ত জলিল।সাথে থাকছেন বর্ষা।প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন ধাঁচে সিনেমা শুরু করছেন বলেই জানা গেছে। ছবিটির নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে।
অনন্ত জলিল বলেন, ‘মাসুদ রানা সিরিজে কাজ করা আমার স্বপ্ন ছিলো। যখন দেশে থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।