বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবান্ন উৎসবকে ধারণ করে “নবারুণে নবান্ন ১৪৩১” পালন করেছে টিম উৎসব।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের মরণ সাগর ও শহীদ মিনারের পাদদেশে ওই উৎসবটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। বাকৃবির শিক্ষার্থীদের মাঝে নবান্নকে সবার মাঝে ফুটিয়ে তুলতে “ক্যামেরায় নবান্ন” ও “তুলিতে নবান্ন” আয়োজন করা হয়। ক্যামেরায় নবান্নতে চারজনকে পুরস্কৃত করা হয় এবং তুলিতে নবান্নে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।
কৃষকদের নিয়ে মোরগ লড়াই আয়োজন করে টিম উৎসব। এছাড়া গ্রামীণ কৃষাণীদের তৈরি কুটির শিল্পও স্থান পায় এই নবান্ন উৎসবে। শিক্ষার্থীদের জন্য ক্ষুদে চালের ভাতের ও পিঠাপুলির আয়োজনও করা হয়। ‘নবারুণে নবান্ন’ উৎসবে শিক্ষার্থীদের মাতিয়ে রাখার জন্য সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করে টিম উৎসব। টিম উৎসবের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিকাল রেজিমেন্ট অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো “মেট্রোলাইফ”। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
আসিফ//বিএন