ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দোয়ানে একটি বাঘিনী প্রবেশ করায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওডিশার সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পালিয়ে আসা বাঘিনীটি, নাম জিনাত, রোববার থেকে পুরুলিয়ার বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নেয়। বৃহস্পতিবার পর্যন্ত বন দপ্তরের কর্মীরা তাকে ধরতে সক্ষম হননি।
বাঘিনীটি ধরতে বিভিন্ন ফাঁদ পাতা হয়েছে, যাতে ছাগল ও মোষের মাংস টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এতে কোনো লাভ হয়নি। বরং, বাঘিনীটি স্থানীয় গৃহপালিত ছাগল শিকার করছে, যা গ্রামবাসীদের মধ্যে আরও উদ্বেগ তৈরি করেছে।
জিনাতকে সিমলিপাল থেকে তিন বছর আগে ওডিশা থেকে মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্পে আনা হয়েছিল এবং তাকে রেডিও কলার পরানো হয়েছিল। কিন্তু এরপর সে পাশের ঝাড়গ্রাম হয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বন দপ্তর এখন বান্দোয়ানে নিরাপত্তা বাড়ানোর জন্য টহল বাড়িয়েছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
আরএস//বিএন