পবিত্র রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় সারা দেশের ১৫৩ টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার ঢাকায় অধিদফতরের ছয়টি টিম বাজার তদারকি কার্যক্রম দেখতে গিয়ে অনিয়ম লক্ষ্য করে সবগুলো দোকান এবং প্রতিষ্ঠানকে সতর্ক করেছে।
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানের শুরু থেকেই দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাজার তদারকির মাধ্যমে ১৫৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।