রাজধানী ঢাকার বারিধারা আবাসিক এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন ওই অভিযানে থাকা ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন:
“গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ঢাকার বারিধারা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে এখন।”
আরএস//